মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুর রাজ্জাক উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক বনপাড়া সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওয়াই মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।