মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
২৩ শে মার্চ বিকাল ০৪টায় টঙ্গী পৃর্ব থানার উদ্যেগে টঙ্গী উত্তর আরিচপুর কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় মাস্ক পরিধান উদ্বুদ্বকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সীলর মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন টঙ্গী পৃর্ব থানার অফিসার জনাব জাবেদ মাসুদ, বিশেষ অতিথি ওসি তদন্ত মোঃ দেলোয়ার হোসেন, ৫৬নং ওয়ার্ড বিট কর্মকর্তা এস আই লিটন শরিফ,এস আই রাজিব হোসেন,এস আই শাহ্ ফরিদ এ সময় আরো বক্তব্য রাখেন টঙ্গী থানা তৃণমূল জনসংগঠনের সাধারণ সম্পাদক এ মোতালেব,৫৬নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য আল আমিন হোসেন, টঙ্গী পৃর্ব থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান শেখ, ব্যাংক মাঠ মসজিদের সহ- সভাপতি মোঃ শহর আলী,বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, ৫৬নং ওয়ার্ড সেচ্ছা সেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাইল্লা,৫৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ময়না বেগম,মোঃ কাদির হোসেন,বিল্লাল হোসেন,নোয়াব আলী প্রমুখ এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন সরকারের নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করুন করোনা ভাইরাস থেকে পরিবার কে রক্ষা করুন তিনি বলেন বিশ্বের মধ্যে এটাই প্রথম দেশ যে দেশে আমরাই প্রথম করোনা ভেকসিন হাতে পেয়েছি সকলকে বলেন করোনা ভেকসিন এর রেজিষ্ট্রেশন করে সরকারের নিয়ম মেনে টিকা গ্রহন করার জন্য সকলকে অনুরোধ করেন।
এ সময় আরো বলেন মাদক একটি ব্যাধীতে পরিনিত হয়েছে যারা মাদক বিক্রি করেন বা সেবন করে তাদের তথ্য দিন আমরা ব্যাবস্থা নিবো প্রয়োজনে মাদক সেবন কারীদের নিজ দায়িত্বে চিকিৎসা সেবা প্রধান করে সুস্থ করবো যাহারা বিক্রি করে তারা যদি ব্যাবসা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো।
পরে সকলের মাঝে মাস্ক বিতরন করে সভা সমাপ্তি করেন।