মোঃ নুরুজ্জামান শেখ স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয় হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শহীদ আহসান উল্লাহ মাস্টার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতির ছবি ভাংচুর করে। এছাড়াও কার্যালয়ে থাকা আসবাবপত্র ভাংচুর ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা জানান, ১০/১৫জনের একটি সশস্ত্র গ্রুপ দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে অফিসে হামলা চালিয়ে চলে যায়। এ সময় হামলাকারীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে জুয়েল, মাসুদ, রায়হান। এ ঘটনায় আওয়ামীলীগের দলীয় হাইকমান্ডের নেতাদের পরামশক্রমে মামলার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।