নাজমুল হোসেন
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ২৩ মার্চ ২০২১খ্রিঃ মঙ্গলবার বিনামূল্যে পাটবীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি অফিস জানান, গোয়ালন্দ উপজেলায় এ বছর ১হাজার ৬৫০জন কৃষককে সহায়তা দেয়া হবে বিতরণকৃত উপকরনের মধ্যে থাকছেন।
প্রতি জন কৃষক ১কেজি করে পাট বীজ, ৬কেজি,ইউরিয়া সার, ৩কেজি টিএসপি, এবং এমওপি সার ইউনিয়নের কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন,আলহাজ্ব মোস্তফা মুন্সি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,নজরুল ইসলাম মন্ডল,মেয়র গোয়ালন্দ পৌরসভার ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান প্রমূখ।