মাধবপুর প্রতিনিধি ঃ আহাম্মদ শরীফ পাপ্পন।
আশার আলো যুব সংঘ এর উদ্যোগ এ এক জমজমাট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টে এ ১৬ টি দল অংশগ্রহণ করে।
১৬ দল থেকে ২দল ফাইনালে উপনিত হয়
‘”রতনপুর বুম বুম একাদশ
বনাম
ফাইজুল স্মৃতি ইটাখোলা একাদশ।
রতনপুর একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিং এর স্বীদ্ধান্ত নেয় ১৪ ওভার শেষে ১৬৫ রান সংগ্রহ করে, লক্ষ্যে নেমে ইটাখোলা একাদশ ১২৩ রানে থাদের ইনিংস থেমে যায়, বিশাল রানে জয়লাভ করে রতনপুর বুম বুম একাদশ।
অভিনন্দন রতনপুর আশার আলো যুব সংঘের সম্মানিত সভাপতি আহাম্মদ শরীফ পাপ্পন সহ সকল সদস্যদেরকে সুন্দর এ আয়োজনের জন্য।
রতনপুর মাঠে এ টুর্নামেন্ট স্মৃতি হয়ে থাকবে আজীবন। খেলায় হাজারো দরশক এর সমাগম আগে আর কখনো হয় নি। রতনপুর এর মাঠে এক মিলন মেলায় পরিনত হয়েছিল।
আজ বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উক্ত অঅনুষ্টানের সভাপতি নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ,
প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন অসিম ভাই,
হবিগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির এলিট পারসন সদস্য নিজাম উদ্দিন মান্না ভাই,
ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ মামা,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল মান্নান খোকন
বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ৯ ং নোয়াপাড়া ইউনিয়ন,
আরও উপস্থিতি ছিলেন জনাব শহিদ আলী শান্ত, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ মাধবপুর উপজেলা শাখা,
জনাব, মোহাম্মদ শাহীন মিয়া, হাসি খুশি মটরস এর চেয়ারম্যান ভাইসহ অনেকই উপস্থিত ছিলেন।
বিশেষ করে অভিনন্দন জানাই আশার আলো যুব সংঘের সভাপতি আহাম্মেদ শরীফ পাপ্পনকে যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন সম্পন্ন হয়, আরও সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও অর্থ সম্পাদক শিক্ষক ফকর উদ্দিন মামুনক সহ সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সফল একটি টুর্নামেন্ট সুন্দর ভাবে বাস্তবায়ন হয়েছে।