মোঃ মাসুদ আলম চুনারুঘাট প্রতিনিধিঃ-
খাবার পানির সমস্যায় ভুগছেন।মিরাশী ইউনিয়নে সাধারণ মানুষের টিউবওয়েল পানি না থাকার জন্য। সেছ স্থাপনাদের দায়ী করছেন। পানি দুর্রভোগী মানুষ মনে করেন খোয়াই নদী পাশে”থাকায় নদী থেকে জমিতে পানি দিলে। একদিকে মানুষের খাবার পানির সমস্যা দুর হবে।এবং অন্য দিকে জমিতে পানির ছাহিদা মিটবে। এবং সেছ স্থাপনার পাম্পের
পানিতে আয়রন থাকায় জমিতে ফসল উৎপাদন কম হয় বলে মনে করেন কৃষক ও পানি সমস্যা ভোক্ত মানুষ। চুনারুঘাট উপজেলার কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার। যদি নদী থেকে পানি সেছের বেপারে সরকারি কোনো পদক্ষেপ নেন তা হলে মিরাশী ইউনিয়নের বড় ধরনের দুটি সমস্যা সমাধান হবে বলে মনে করেন। কৃষক এবং খাবার পানি বঞ্চিত মানুষ।