মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায়, শহরের কানাই খালী সহ বিভিন্ন পয়েন্টে কড়া পুলিশি পাহারার মধ্যে লক ডাউন চলছে।সকাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ শহরে টহল দিচ্ছে। রাস্তায় রাস্থায় নিরাপদ দুরত্ব পালন করার জন্য মাইকিং করছে পুলিশ। তবে শহরে বিচ্ছিন্নভাবে কিছু রিকসা ও অটো চলাচল করছে। পন্যবাহী ট্রাকছাড়া কোন যানবাহন চলাচল করছেনা। অপরদিকে দোকান খোলা রাখার জন্য জরিমানা করা হচ্ছে। এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজে বাজার তদারকি করছে।