আজমিরীগঞ্জ প্রতিনিধি :
আরিফুল ইসলাম মিটু
করোনার জনসচেতনতা নিশ্চিত করতে মাঠে নামছে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে আইন অমান্যকারীদের জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৩ টি প্রতিষ্ঠানকে ৩৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাস্ক পরিধানে নির্দেশনা দেওয়া হয়।সচেতনতায় কার্যক্রম পরিচালনার জন্য মাইকিং ও উৎসাহ প্রদান করা হয়। সেই সাথে আজমিরীগঞ্জ পৌরসভার সহায়তায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে তুহিন মিয়া, পিতা জাহের মিয়া, গ্রাম ইলাম নগর নতুন বাড়ি কে ৫০ টাকা, সুশংকর রায়, পিতা প্রদীপ রায়, গ্রাম সমীপুর কে ১০০ টাকা এবং মোঃ মইনুল হক, পিতা-মৃত শফিকুর রহমান, গ্রাম শরিফ নগর কে ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
করোনা প্রতিরোধে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।