মোঃমঈন উদ্দিন
৫নং শানখলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা ৫নং শানখলা ইউপি পানছড়ি আশ্রয়ণ ১নং সমিতে হঠাৎ অাগুন লেগে ১০টি পরিবারের ঘরবাড়ি পুরে যায় |উক্ত ১০ টি পরিবার কে সহযোগীতার হাত বাড়ালেন পানছড়ি আশ্রয়ণ একতা সংঘঠন| উক্ত সংঘটন থেকে চাল ঢাল বিভিন্ন খাদ্য সামগ্রী তাদের কাছে পৌছে দেওয়া হয়| খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংঘঠনের সভাপতি মোঃসফর আলি উপস্থিত ছিলেন উক্ত সংঘঠনের সাধারণ সম্পাদক এ আই মমিন ও সংগঠনের উপদেষ্টাগন— মোঃ মানিক মিয়া, মোঃরহমত আলি/মোঃমনাফ মিয়া/মোঃমতিন মিয়া সংঘটনের আরও অনেকেই ছিলেন—/ এবং স্থানীয় অনেকেই বিভিন্ন ভাবে তাদের সহযোগীতার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন | চারদিখে সকল পরিবারে আহাজারি তাদের দাবি সরকার কাছে যেন সরকার তাদের পাশে দাড়ায়|