নোমান আহমেদঃ
হবিগঞ্জের বাহুবলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও তেল শোধনাগার আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙল থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা একযোগে কাজ করে আগুন নিয়ন্তে আনে। তবে হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির পরিমাপ তাৎক্ষনিক জানা যায়নি। আগুন লাগার সাথে সাথে কোম্পানীর পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে তৈল চাড়ায় নদীর দুতীরে ও আগুন লেগে যায়। এ সময় আশে পাশের চক্রামপুর,বড়গাও,অলিপুর, শাহপুরসহ ৬/৭ টি গ্রামের মানুষের মনে আতংক চড়িয়ে পরে। অনেকেই বাড়ীঘর চেড়ে অন্যত্র চলে যান।এ রিপোর্ট লেখা পর্যন্ত( রাত ১ টা) আগুন নিয়ন্তে আসে বলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার মুটোফোনে জানান। তাৎক্ষনিক পেট্র বাংলার কোঃ কোন প্রতিক্রিয়া জানা যায়নি।